...

মহিদুল ইসলাম স্মরণ উৎসব

৪ নভেম্বর শুরু বরেণ্য নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব

বরেণ্য নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ২০ তম প্রয়াণ দিবস এবং ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে  সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০২২। এতে অভিনেতা, নির্দেশক, নাট্যকার এবং নির্মাতা সৈয়দ মহিদুল ইসলাম এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অভিনয় গুরু’ এর উদ্বোধনী প্রদর্শনী ছাড়াও থাকছে নাটক, সৈয়দ মহিদুল ইসলাম পদক, মঞ্চবন্ধু, যুগল সম্মাননা। এবারের সৈয়দ মহিদুল ইসলাম পদক পাচ্ছেন খ্যাতিমান নাট্যনির্দেশক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। এছাড়াও, মঞ্চবন্ধু সম্মাননা পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র অভিনয়শিল্পী অধ্যাপক জিয়াউল হাসান কিসলু,  অভিনেতা, নির্দেশক ও নাট্যকার সুধাংশু বিশ্বাস, অভিনয়শিল্পী সংগীতা চৌধুরী, নির্দেশক, অভিনেতা, সংগঠক মমিন বাবু, অভিনেতা, নির্দেশক এবং সংগঠক মাসুদ আলম বাবু । যুগল সম্মাননা পাচ্ছেন  মীর সাব্বির ও ফারজানা চুমকি, আবু হাশিম মাসুদুজ্জামান ও লায়লা বিলকিস ছবি, হাবীব মাসুদ ও মনামী ইসলাম কনক,  সুরজিৎ বোস ও সুলেখা বোস।

সৈয়দ মহিদুল ইসলামকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “অভিনয় গুরু”  প্রদর্শনী হবে ৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। থাকছে লোক নাট্যদল এর নাটক তপস্বী ও তরঙ্গিনী। ৫ নভেম্বর পরীক্ষণ থিয়েটার হলে থাকছে ব্যতিক্রমের নাটক ‘পাখি’। ৬ নভেম্বর জাতীয় নাট্যশালায় থাকছে শব্দ নাট্য চর্চা কেন্দ্রের নাটক ‘কী চাহ শঙ্খচিল’। ৭ নভেম্বর জাতীয় নাট্যশালায় থাকছে জলাপাইগুড়ী, ভারতের মাল অ্যাক্টোওয়ালার নাটক ‘করোনা কালের মন্দ আখ্যান’। ৮ নভেম্বর চন্দ্রকলা থিয়েটারের নাটক ‘শেখ সাদী’ মঞ্চস্থ হবে। তাছাড়া, প্রতিদিনই থাকছে স্মরণ আলোচনা।

 

Special Thanks to
মানবজমিন ডিজিটাল
১ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১:৩৬ অপরাহ্ন

 

Author: Maithily Guha