...

শুরু হচ্ছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব

খ্যতিমান নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ১৯তম প্রয়াণ দিবসে ‘ব্যতিক্রম’ নাট্যগোষ্ঠী আয়োজন করছে স্মরণ উৎসব। আগামী ৫-১২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে হবে এ নাট্য আয়োজন।

 

এ আয়োজনে নাট্যদল ব্যতিক্রম ছাড়াও দেশের আরও সাতটি দল অংশ নেবে। প্রতিদিন সন্ধ্যায় প্রদর্শিত হবে নাটক। দেওয়া হবে পুরস্কার।

 

এ বছর সৈয়দ মহিদুল ইসলামের নামে প্রবর্তিত নাট্যপদক পাচ্ছেন অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান।

মঞ্চবন্ধু পদক পাচ্ছেন— নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অলোক বসু, শব্দ ও সংগীত পরিকল্পক সেলিম মাহবুব, অভিনেতা ড. শাহাদাৎ হোসেন নিপু, অভিনেত্রী তানভীন সুইটি ও অভিনেতা আহাম্মেদ গিয়াস।

যুগল সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম অরিন্দম নাট্য সম্প্রদায়ের মুনীর হেলাল ও সাবিরা সুলতানা বীণা। তারকা জুটি ওমর সানী ও মৌসুমী, মোহাম্মদ জসীম উদ্দিন ও এনামতারা সাকী এবং বাকার বকুল ও রুনা কাঞ্চন।

 

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ২০:৪৫

ধন্যবাদ "আজকের পত্রিকা"

Author: Maithily Guha

skemorp

com 20 E2 AD 90 20Viagra 20Supositorio 20 20Spedra 20Vs 20Cialis 20Vs 20Viagra spedra vs cialis vs viagra The group said that it believed there was no