...

মহিদুল ইসলাম স্মরণে নাট্যোৎসব

বরেণ্য অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও নাট্যশিক্ষক সৈয়দ মহিদুল ইসলামের ১৯তম প্রয়াণ দিবস স্মরণে প্রতিবছরের মতো এ বছরও ব্যতিক্রম নাট্যগোষ্ঠী আয়োজন করতে যাচ্ছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব-২০২১। আজ থেকে ১২ নভেম্বর পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে হবে এ আয়োজন। ব্যতিক্রমের ৪৫ বছর পদার্পণের এ আয়োজনে ব্যতিক্রম ছাড়াও দেশের আরও সাতটি দল নাটক প্রদর্শনীতে অংশ নেবে। উদ্বোধনী দিনে মঞ্চায়ন হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক 'কোট মার্শাল'। এ ছাড়া উৎসবে নাট্যচক্র 'একা এক নারী', ব্যতিক্রম নাট্যদল 'পাখি', সংলাপ গ্রুপ থিয়েটার 'বোধ', শব্দ নাট্যচর্চা কেন্দ্র 'চম্পাবতী', চট্টগ্রামের নান্দিমুখ 'তবুও মানুষ', প্রাঙ্গণেমোর 'কনডেম সেল' ও লোক নাট্যদল 'সোনাই মাধব' মঞ্চায়ন করবে।

নাট্যোৎসবের পাশাপাশি সম্মাননা প্রদান করা হবে নাট্যব্যক্তিত্বদের। নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের নামে প্রবর্তিত নাট্যপদক পাচ্ছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। থাকছে মঞ্চবন্ধু ও যুগল সম্মাননা। মঞ্চবন্ধু পদক পাচ্ছেন নাট্যকার, নির্দেশক ও অভিনয়শিল্পী অলোক বসু, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা সেলিম মাহবুব, অভিনেতা, শব্দ ও সংগীত পরিকল্পক ড. শাহাদাৎ হোসেন নিপু, গবেষক, অভিনেতা ও আবৃত্তিশিল্পী তানভীন সুইটি, অভিনয়শিল্পী আহাম্মেদ গিয়াস। অভিনেতা, নির্দেশক ও সংগঠক যুগল সম্মাননা পাচ্ছেন মুনীর হেলাল ও সাবিরা সুলতানা বীণা, ওমর সানী ও মৌসুমী, মোহাম্মদ জসীম উদ্দিন ও এনামতারা সাকী, বাকার বকুল ও রুনা কাঞ্চন।

 

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

 প্রকাশ: ০৫ নভেম্বর ২১ । ০০:০০

ধন্যবাদ "সমকাল"

Author: Maithily Guha