...

শিল্পকলায় চলছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে চলছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব।

গতকাল শুক্রবার থেকে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী। উদ্বোধনী অনুষ্ঠান হয় জাতীয় নাট্যশালায় এবং আজ থেকে পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের আয়োজন।

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর এই আয়োজন শেষ হবে আগামী ১২ নভেম্বর।

এ বছর নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খানকে সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা পদক দেওয়া হবে। মঞ্চবন্ধু সম্মাননা পাবেন ৫ জন। তারা হলেন- অলোক বসু, সেলিম মাহবুব, তানভীন সুইটি, ড. শাহাদাৎ হোসেন নিপু, আহম্মেদ গিয়াস।

যুগল সম্মাননা পাবেন- মুনির হেলাল-সাবিরা সুলতানা বীণা, ওমর সানী-মৌসুমী, মোহাম্মদ জসীম উদ্দিন-এনাম তারাসাকী এবং বাকার বকুল-রুনা কাঞ্চন।

ব্যতিক্রমী শিল্পগোষ্ঠীর এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

 

স্টার অনলাইন ডেস্ক

শনিবার, নভেম্বর ৬, ২০২১ ১১:১৩ অপরাহ্ন

Special Thanks to "The Daily Star Bangla"

Author: Maithily Guha